রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ 

নিজস্ব সংবাদদাতা :মেদিনীপুরের ফিল্ম সোসাইটির প্রেক্ষাগৃহে রবিবার সকাল ১০ টায়প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও অধ্যাপক ডঃ সন্তোষ ঘোড়াই, কবি ও প্রাবন্ধিক ড: শ্রুতিনাথ চক্রবর্তী, কবি ও চলচ্চিত্র গবেষক সিদ্ধার্থ সাঁতরা, ছড়াকার বিদ্যুৎ পাল, কাগজের নৌকা পত্রিকার সম্পাদক বরুন বিশ্বাস ও রঘুবংশ পত্রিকার সভাপতি ডঃ শান্তনু পাণ্ডা। স্বাগত ভাষন দেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য। উদ্বোধনী সংগীত পরিবেশন গায়ক দীপঙ্কর শীট।

     

    ডঃ ঘোড়াই বলেন বর্তমানে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক তথ্য সমৃদ্ধ এই রঘুবংশ পত্রিকা মানুষের কথা তুলে ধরেছে। অধ্যাপক চক্রবর্তী বলেন, লিটিল ম্যগাজিন খুব মাইক্রো লেভেল সমীক্ষার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের কথা তুলে ধরে। সিদ্ধার্থ সাঁতরা বলেন, রঘুবংশ পত্রিকা খুব উন্নত মানের কারন সিনেমা, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক ও সংবাদ ভিন্ন সাদের লেখা থাকে। কবিতা পাঠে অংশ নেন তনুশ্রী ভট্টাচার্য, মঙ্গল হাজরা, রত্না দে, নির্মল্য খামখাট, আরবিন্দ মুখার্জি, পারমিতা সাউ, সুব্রত দাস ও খুদে কবি সায়নদীপ পান্ডা। এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকার কার্যকরী সম্পাদক মৃত্যুঞ্জয় জানা, সৌমেন পাল, দীপেশ দে, অনুপম চন্দ। সঞ্চালনা করেন কবি রীতা বেরা।