পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যরা আজ শপথ গ্রহণ করলেন

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর রাজভবনে অনাড়াম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় কে শপথ বাক্য পাঠ করান । পরে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নবান্নে বৈঠকে বসে সিদ্ধান্ত নেন নির্বাচন প্রাক্কালে যে সমস্ত জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছিল তাদেরকে পূর্ণবহাল করলেন।

    জেলার আধিকারিকদের তিনি বলে দিলেন রাজনীতি প্রতিহিংসা বরদাশ্ত করা চলবেনা, রং না দেখেই তাদের উপযুক্ত শাস্তির জানান দিলেন। এই মুহূর্তে লোকাল ট্রেন না চলার কথা জানালেন । করোনা মহামারী যেভাবে পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে তার মোকাবিলা করার জন্য জানালেন । যে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটের প্রাক্কালে ছিলো সেখানে স্যানিটাইজার এর কথা জানান। আজ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করলেন আগামী শনিবার প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন হবে। সমস্ত বিধায়কদের শপথ গ্রহণ -আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর প্রথম বিধানসভায় প্রবেশ করার অনুভূতির মুহূর্তটুকু স্মরণ করে রাখার জন্য ছবি তুলতেই ব্যস্ত। এমনেই চিত্র দেখা গেল বিধানসভায় করিডোরে।