নিউটাউন বইমেলাতে মহামারী অতিক্রান্ত সময়ের আশাবাদ : স্পর্শ কাব্য প্রকাশ

সংবাদদাতা : ২৯ ডিসেম্বর প্রকাশিত হলো ১০০ কবির ১০০ কবিতা নিয়ে কবিতা সংকলন ‘স্পর্শ’। সম্পাদক চারজন রিনা গিরি, সুস্মেলী দত্ত, নবনীতা বসুহক ও বনানী দাস মহামারী অতিক্রান্ত সময়ে এই কবিতা সংকলনের কথা ভেবেছেন, আশাবাদের কথা ভেবেই। এই সংকলন একটি বিশেষ সময়কে ছোঁয়ার চেষ্টা করেছেন কবিরা।পাঠকের দরবার ও গবেষক মহলে এই করোনা অতিক্রান্ত সময়টি নিশ্চয় অন্য সংকলন থেকে ভিন্নতা দাবিদার। গৃহবন্দি কালে অক্ষর নির্ভর ও নেট দুনিয়ার সাহায্যে চরম প্রতিকূল অবস্থান থেকে এ কাব্য নির্মাণ হয়েছে। কবি কৃষ্ণা বসু, জিয়াদ আলী, অমিতাভ গুপ্ত, যশোধরা রায়চৌধুরী,আশিস গিরি, প্রণব চক্রবর্তী, ইমানুল হকের মত প্রতিথযশা কবির পাশে আছেন নবীন কবির দল। প্রচ্ছদ করেছেন দেবাশিস সাহা।এই সংকলনে যাঁরা লিখেছেন তাদের কেউ কেউ পড়লেন কবিতা। উল্লেখযোগ্য কবিকুল নরেশ মণ্ডল রুচিস্মিতা সাহা, রথীন কর, সুধাংশু সাহা, সুপ্তশ্রী সোম, সঙ্গে সম্পাদক চারজন তো ছিলেনই।বইটি উদ্বোধন করেন কবি,গদ্যকার শ্রী তন্ময় চক্রবর্তী। শেষে নিউটাউন বইমেলায় সুন্দর পরিবেশে প্রকাশক দিব্যন্দু ঘোষ ‘দাঁড়াবার জায়গা’ প্রকাশনী থেকে সকলকে শুভেচ্ছা জানান।