|
---|
খান আরশাদ, বীরভূম:
ফাইলেরিয়া রোগ নির্ণয়ের জন্য রাজনগরে মঙ্গলবার রাত্রিকালীন রক্ত পরীক্ষা শিবির আয়োজিত হল।
রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজনগরের বিভিন্ন গ্রামে রক্ত পরীক্ষা শিবির আয়োজিত হল।
রাজনগর ব্লকে ফাইলেরিয়ার প্রভাব বেশি থাকার ফলে এই ধরনের শিবির আয়োজিত হল। স্থানীয়দের মধ্যে ফাইলেরিয়ার রোগের কোনো জীবাণু আছে কিনা তা দেখার লক্ষ্যে রাজনগরে স্বাস্থ্যকর্মীরা স্থানীয়দের রক্ত পরীক্ষা করলেন। এলাকার কারো রক্তে যদি ফাইলেরিয়ার রোগের জীবাণু পাওয়া যায় তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে। রক্তে সাধারণত ফাইলেরিয়ার রোগের জীবাণু রাত্রে বেলাতেই ভালোভাবে লক্ষ্য করা যায়, সেজন্যই রাত্রেবেলাতেই শিবির করা হয় বলে জানিয়েছেন BMOH ডক্টর তীর্থঙ্কর সিনহা।