নিজে গ্রামের সংবর্ধনা সভায় জনজোয়ারের ভেসে গেলেন প্রদীপ মজুমদার

আসমা খাতুন,মাধবডিহি : নিজগ্রাম রায়না ২ এর কামারহাটিতে সংবর্ধনা সভায় ভেসে গেলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা তাকে সংবর্ধনা জানানোর জন্য ফুলের মালা ও ফুল নিয়ে হাজির হয়। হুডখোলা জিপে এই সংবর্ধনা এক অন্য মাত্রার রূপ নেয়। নিলিপ্ত কৃষক বন্ধু ও সাধারণ মানুষের দরদী নিজ গ্রামের মানুষকে পেয়ে প্রদীপ বাবু অভিভূত হয়ে জান । তিনি বহুদিন দেশ-বিদেশে কাজ করেছেন ২০১১ সালের পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের শরিক হয়ে তিনি রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি কৃষকদের দুঃখ দুর্দশা নিজে মাঠে নেমে অনুধাবন করেন। অতি বৃষ্টি অনাবৃষ্টি এবং খরা ও শোষকের ফলে চাষীদের অপরিনীয় ক্ষতি সেটা অনুধাবন করে চাষীদের বীমা করানোর লক্ষ্যে তিনি প্রাণপণ চেষ্টা করে যান। এতে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। দুই বর্ধমানের তিনি অবিরত সংবর্ধনায় ভেসে গেলেও নিজে গ্রামের সংবর্ধনা ছিল অন্য মাত্রায়। আজ এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রাইনার বিধায়িকা শম্পা ধারা রায়না ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সৈয়দ কলিমুদ্দিন , গফুর আলী খান, রায়না ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল, হাসিবুর সাহেব, সাহেব আলী খান ,অরুণ চৌধুরী সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এই সংবর্ধনা সভা জনজোয়ারে পরিণত হয় ।নিজের গ্রামের মন্ত্রীকে দেখতে অগণিত মানুষ ভিড় করে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী পদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন তার তিনি মূল্য দেবেন। সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছিলেন এবং আগামী দিনেও করবেন সে ব্যাপারে তিনি বদ্ধপরিকর। এই সংবর্ধনা উপলক্ষে সুন্দর তোরণ বিশালাকৃতি ফুলের মালা ও ছোট ছোট শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়। প্রদীপবাবু আরো বলেন উন্নত রাজ্য গড়ে তুলতে তিনি মুখ্যমন্ত্রীর একজন সৈনিক মানুষের মঙ্গল করাই তাদের প্রথম এবং প্রধান কাজ হবে।