|
---|
আসমা খাতুন ,খন্ডঘোষ : নিজের নার্সারিতে দিন দুপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে । খণ্ডঘোষের আমিলা গ্রামে ঐ যুবকের বাড়ি । মৃত যুবকের নাম শেখ ফিরোজ বাবা শেখ মঈনুদ্দিন । বাড়ির লোকেদের অনুমান তাকে খুন করা হয়েছে। সুস্থ স্বাভাবিক শেখ ফিরোজ অন্যদিনের মতোই তার নার্সারি পল্লীবন্ধুতে যায় । সকাল থেকে দুপুর হয়ে যাওয়া সত্ত্বেও বাড়িতে ফিরে আসেনি এবং ফোনে না পাওয়া ফিরোজের খোঁজে চলে আসে তার ভাই সুলতান। পল্লীবন্ধু নার্সারীর গোডাউন ঘরে এক সাইডে চেয়ারে মৃত অবস্থায় পাওয়া যায় ফিরোজকে। সুস্থ স্বাভাবিক ফিরোজের এই মৃত্যু মেনে নিতে পারছেন না তার বাবা শেখ মইনুদ্দিন। তিনি বলছেন এই অস্বাভাবিক মৃত্যু তদন্ত করতে হবে। শেখ ফিরোজের মামাতো ভাই শেখ হানিফ বলেন অন্যান্য দিনের মতোই নার্সারিতে এসেছিল এইভাবে ভাই মারা যাবে স্বপ্নেও ভাবতে পারিনি। আমি খণ্ডঘোষের ওসি বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে আকুল আবেদন করছি প্রকৃত তদন্ত করে এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে । অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসেন খন্ডঘোষের ও সি পুষ্পেন্দু জানা ,স্থানীয় সেহারাবাজার আউট পোস্টের বড় বাবু রাজেশ মাহাতো সহ অনেক পুলিশ কর্মী । মৃতদেহ কে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষে জানানো হয়েছে পোস্টমটামের পরেই জানতে পারা যাবে মৃত্যুর রহস্য। প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে।যদিও নার্সারিটি ঝোপে জঙ্গলে ভোরে আছে সাপে কামড়ে মৃত্যু কিনা বলা যাচ্ছেনা । আবার হটাৎ হার্টফেল হলো কিনা সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা । বাড়ির লোক ও প্রকৃত তদন্ত দাবি করছেন । ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে প্রকৃত রহস্য ।