একগুচ্ছ দাবী নিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেদিনীপুর ডিপিএসসি অভিযান

নিজস্ব সংবাদদাতা: স্বচ্ছতার স্বার্থে নিয়োগ ও বদলি , প্রতিটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, বছরে শুরুতে ছাত্রছাত্রীদের পোশাক বই ও জুতো প্রদান, মিড ডে মিলে বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা থেকে বাড়িয়ে বারো টাকা করা, সিনিয়র শিক্ষকদের বর্ধিত গ্রেড পের অধিকার, বকেয়াসহ 34% মহার্ঘ ভাতা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা, ১৯৯৬,১৯৯৯, ২০০৬ সালে নিয়োগ শিক্ষকদের বেতন ফেরতের হয়রানি বন্ধ সহ একগুচ্ছ দাবি নিয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার আহবানে আজ ডিপিএসসি অভিযান আজ হল।

    এদিন মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক ধ্রুশেখর মণ্ডল, সভানেত্রী প্রীতিকনা গোষ্মামী দাস,সহ বাণীনাথ চক্রবর্তী, সুমন দাস, সোমা সেনগুপ্ত, অমিত পাত্র,লক্ষ্মীকান্ত মেইকাপ, আসিক ইকবাল মল্লিক প্রমুখ। শুক্রবার দুপুরে মিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয় হয়ে কলেজ _ কলেজিয়েট রোড হয়ে বিদ্যাসাগর ভবন( পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ) পর্যন্ত যায়।