|
---|
নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : নিখোঁজ হওয়ার সাত দিন পর ফারাক্কার ফিডার ক্যানেল থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধার। বুধবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার এনটিপিসি ২ নম্বর গেটের সামনে ফিডার ক্যানেল এলাকায়। পুলিশ সুত্রে জানা হয়েছে, মৃত ওই ছাত্রের নাম জীৎ রায় মালাকার। তার বাড়ি ফারাক্কা ব্যারেজ আবাসনে। সে ফারাক্কা ব্যারেজ হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশুনা করতো বলেই জানিয়েছে পরিবারের।
পরিবার সুত্রে জানাযায়, গত ৮ই মে বুধবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে যাবে বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ওই ছাত্র। তাঁর পর আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজাখুজি করার পর পরিবারের লোকজন কোথাও কোনো সন্ধান না পেয়ে ফরাক্কা থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। ফরাক্কা থানার পুলিশ ছাত্রের নিখোঁজ অভিযোগ পেয়েই তদন্তে নেমে ফরাক্কা শেওরাতলা ফিডার ক্যানেলের পাশে থেকে ওই ছাত্রের সাইকেল উদ্ধার করে। ঠিক তারপরেই বুধবার দুপুরে ফিডার ক্যানেল থেকে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। । মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ।