|
---|
মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর
হরিশ্চন্দ্রপুর,৩ আগস্টঃ বাবার সঙ্গে সামান্য বচসার জেরে শনিবার নিখোঁজ হয় এক নাবালক।নাম দুর্জয় প্রামাণিক ।তার বয়স ১০ বছর। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল হলুদ রঙের ফুল চেক শার্ট ও ধূসর রঙের হাফ প্যান্ট ।
তার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাকড় গ্রামে ।বাবার নাম ডোমা প্রামাণিক ও মায়ের নাম চন্দনা প্রামাণিক ।
৩ আগস্ট ২০১৯ শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় বাবার সঙ্গে মনমালিন্য করে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় দুর্জয় প্রামাণিক ।বাড়ি ফেরার অপেক্ষায় অনেকটা সময় কেটে গেলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
দুর্জয়ের বাবা ডোমা প্রামাণিক বলেন, “ আমার ছেলে বলে বলছি না ও খুব ভালো ছেলে ।তবে ও এটা কি করে করল সেটা বুঝতে পারছি না ।তবে কেউ কিডন্যাপ করে নি তো?
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে ৮১০১৪৮৪৯২১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।