|
---|
আজিজুর রহমান, গলসি : গলসিতে সদ্য হারিয়ে যাওয়া এক প্রতিবন্ধী কিশোরকে তার বাড়িতে ফিরিয়ে দিলেন গলসি থানার পুলিশ ও স্থানীয় যুবকরা। হারিয়ে যাওয়া কিশোরর নাম শুভম ঘোষ। বয়স আনুমানিক ১৭ বছর। সে গলসি থানার রামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকার যুবকদের এমন কাজের প্রশংসা করেছেন অনেকেই। জানাগেছে, মঙ্গল বার দশটা নাগাদ আদড়াহাটি বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল ওই কিশোর। অপরিচিত হওয়ায় স্থানীয়রা তার নাম পরিচয় জানতে চায়। তবে সে মুখে কথা কোন বলছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গলসি থানার অস্থায়ী হোমগার্ড অমল বাগদি। তিনিও বিষয়টি গলসি থানায় জানান। তার ছবি দিয়ে খোঁজ শুরু করে পুলিশ। স্থানীয় যুবক নাসির হোসেন মন্ডল ও সেখ ফটিক তার ছবি তুলে হোয়াটস আপ গ্রুপে পোস্ট করেন। ছবি বেশকিছু গ্রুপে পৌছে দেন তেঁতুলমুড়ির বাসিন্দা সেখ মনিরুল ও জাগুলিপাড়ার সাহেব মন্ডলরা। কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যায় ওই কিশোর গলসিরই রামপুর গ্রামের বাসিন্দা। এরপরই গলসি থানার অস্থায়ী হোমগার্ড অমল বাগদি, স্থানীয় যুবক নাসির হোসেন ও জয়ন্ত ঘোষ ওই কিশোরকে নিয়ে তার বাড়ি পৌছে দিতে উদ্দ্যোগ নেন। তিনজনে দুটি বাইক নিয়ে রামপুরে যান। এরপরই পুলিশকে জানিয়ে ছেলেটিকে তার মায়ের হাতে তুলে দেন অমল। শুভমের মা চিন্তারাণী ঘোষ বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। সে মুখে কথা বলতে পারেনা। সবসময় চোখে চোখে রাখি। সকালে চা খেয়ে বেড়িয়ে পরেছে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছি। আমি খুব চিন্তায় ছিলাম। এখন থানার এক হোমগার্ড এসে তাকে বাড়িতে দিয়ে গেল। সে ভালোই আছে। ছেলেকে ফিরে পাওয়ায় পুলিশ সহ স্থানীয়দের ধন্যবাদ জানিয়েছেন তিনি।