পালিত নীলদিগন্ত উৎসব ২০১৯, “সমাজ-সংস্কৃতি সাহিত‍্য সম্মেলন”

নবাব মল্লিক, মন্দিরবাজার: প্রতিবছরের মতো এবছরও নীলদিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজন করলো বার্ষিক সাহিত্য সম্মেলন নীলদিগন্ত উৎসব ২০১৯ । অনুষ্ঠানের মূল ভাবনা মানব সভ্যতার বিকাশ ও উন্নয়নে শান্তি প্রগতি এই হোক বিশ্ব সংস্কৃতি। রবিবার সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মন্দিরবাজার থানার অধীন উল্লোন শিশু উদ্যান পার্কে এই সম্মেলন হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সংগঠণের পতাকা উত্তোলন, প্রদীপ পৃরজ্জ্বলন, সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটে।

    মানব সভ‍্যতা ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন‍্য এক শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন কালে পরিত্রাণের উপায় খুঁজছেন। অতীত থেকে শিক্ষা নিয়েই সৃষ্টিশীল মানুষ বিশ্ব সভ্যতা কে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের মতন করে। যার মধ্যে সুস্থ সংস্কৃতি চর্চা অন্যতম। তাই সমাজ-সংস্কৃতি সাহিত্যকর্মী মাননীয় অর্ঘ্যচন্দন চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এই নীলদিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র। এই সংগঠনের মূল ভাবনা শান্তি প্রগতি এই হোক বিশ্ব সংস্কৃতি। সমগ্র অনুষ্ঠানটি সাহিত্য সম্মেলন, পত্রিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, স্বরচিত কবিতা, প্রবন্ধ, গল্পপাঠ, আবৃতি, বক্তিতা, সংগীত, পুস্তক ও চিত্র প্রদর্শনীর মাধ‍্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী, কপিলানন্দ মন্ডল, সাহিত‍্যিক দীলিপ কুমার বৈদ‍্য, মুসা আলী ঔপনাসিক, শ্রীমন্ত কুমার মন্ডল সাহিত‍্যিক ও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।