নীলকন্ঠ স্বর্গী আশ্রমে’র প্রতিষ্ঠাদিবস পালন করল ‘জিও-গাইডেন্স’ শিক্ষা সংগঠন

নিউজ ডেস্ক, দিনাজপুর: আজ থেকে একুশ বছর আগে অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার দত্ত মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলার মহিপালের বাগডুমা গ্রামে এলাকার অনাথ ও দুঃস্থ আদিবাসী সমাজের বাচ্চাদের কথা ভেবে তৈরি করেন ‘নীলকন্ঠ স্বর্গ আশ্রম’। নানান প্রতিকূলতা সত্ত্বেও দীর্ঘ 21 বছর ধরে আশ্রমের বাচ্চাদের সন্তান স্নেহে লালন পালন করে চলেছেন তিনি। 27 ডিসেম্বর ছিল আশ্রমের 22 তম প্রতিষ্ঠা দিবস সঙ্গে রণজিৎ বাবুর জন্ম দিনও। এদিন ‘জিও-গাইডেন্স’ নামে একটি শিক্ষা সংগঠন আশ্রমে গিয়ে রণজিৎ বাবুর জন্ম দিন ও আশ্রমের প্রতিষ্ঠা দিবস পালন করে।সংগঠনের পক্ষ থেকে আশ্রমের বাচ্চাদের আনন্দ দিতে সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করা হয়। তারা বাচ্চাদের হাতে তুলে দেন শীত নিবারণের জন্য কম্বল।অনুষ্ঠান শেষে সংস্থার সদস্যরা নিজেদের রান্না করা বিরিয়ানি পরিবেশন করে বাচ্চাদের খাওয়ান।
‘জিও গাইডন্স’-র কর্ণধার জহিরউদ্দিন আহমেদ বলেন এর আগে পুজোতেও আমরা এই আশ্রমের বাচ্চাদের নতুন জামা কাপড় ও পঠন সামগ্রী দিতে এসেছিলাম। তখন থেকেই আশ্রমের এই কচি মুখ গুলোর প্রতি একটা অদ্ভুত টান জন্মায় আমাদের। আমরা এখানে ভালোবাসা দিতে এসে ফিরে যাই তার চেয়েও বেশি ভালোবাসা নিয়ে।
সংগঠনের অন্যতম সদস্য অর্পণ বসাক বলেন রণজিৎ বাবুর জীবন দর্শন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
ফারুক, উজ্জ্বল, মাসুদ, সুদীপ্তা, জিল্লুর, জয়দেব, স্বদ্বীপ, সমু সহ সকল সদস্যরা জানান যে তারা আশ্রমের বাচ্চাদের ভালোবাসার টানে বারবার ছুটে আসবেন।