নিম্ন দামোদর উপত্যকা পরিদর্শন করলেন আধিকারিকরা

লুতুব আলি, বর্ধমান : নিম্ন দামোদর উপত্যকা পরিদর্শন করলেন আধিকারিকরা। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের মধ্যে ঢুকে আছে জামালপুরের বেশ কিছু এলাকা। এই এলাকাগুলি নিম্ন দামোদর উপত্যকায় অন্তর্ভুক্ত । অতি বৃষ্টির জেরে এবং দামোদরে ডিভিসি ক্রমাগত জল ছাড়া এ সমস্ত এলাকাগুলিতে প্রাক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমত অবস্থায় নিম্ন দামোদর উপত্যকার পরিস্থিতি কি হতে পারে তা সরো জমিনে দেখতে জামালপুর এলেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি কনজিউমার অ্যাফেয়ার্স আই এ এস শ্রীমতি নিলম মিনা, ডিরেক্টর ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভে, আই এ এস বিভু গোয়েল। সঙ্গে ছিলেন এ ডি এম এল আর বিশ্বরঞ্জন মুখার্জি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থসারথী দে, এসডিও ইরিগেশন নীলাদ্রি দে, জেলা পরিষদ সদস্য শোভা দে, পঞ্চায়েত প্রধান নুরজাহান বেগম সাহানা সহ অন্যান্যরা। ১৬ জুলাই পরি দর্শনের এই টিমের সদস্যরা প্রথমে জামালপুর ঝুলনতলা পরিদর্শন করে যত শ্রীরাম অঞ্চলের শাজামান তলায় পৌঁছান। সেখানে তাঁরা দামোদর নদের তীরবর্তী অঞ্চল ঘুরে দেখেন ও স্থানীয় মানুষজনের সঙ্গে তারা কথা বলেন। এ ডি এম এল আর বিশ্বরঞ্জন মুখার্জি এ দিন বলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন হঠাৎ করে যদি ডিভিসি জল ছাড়ে তাহলে কি পরিস্থিতি হতে পারে এই নিম্ন দামোদর এলাকায় তা খতিয়ে দেখতে এবং আগাম কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে। এদিন সংশ্লিষ্ট আধিকারিকেরা পরিদর্শন এসেছিলেন এলাকা পরিদর্শনের রিপোর্ট রাজ্যে জমা দেবেন। জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, নিম্ন দামোদর উপত্যকা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আছি !