|
---|
নুরউদ্দিন: দক্ষিণ ২৪ পরগনা,শুক্রবার সকাল থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, নামখানা,কাকদ্বীপ সহ বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকরা যেমন সতর্ক রয়েছেন,গত বৃহস্পতিবার দিন থেকে গর্ভবতী মা ও অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি নদীর বাঁধগুলি ও পরিদর্শন করে দেখছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
তিনি ঝড়ের আগে নদী বাঁধগুলি পরিদর্শন করে দেখছেন কোথাও বেহাল আছে কিনা দ্রুত সংস্কার করার কথা ও জানালেন তিনি।
পাশাপাশি যে সকল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র গুলি আছে সেগুলি খতিয়ে দেখছেন তিনি, শুক্রবার সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে আতঙ্কে দিন গুনছেন নদী উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।
ঘূর্ণিঝড় দানার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে ভয়ে ভয়ে দিন গুনছেন নদীর ধারে বসবাসকারীরা।
সাংসদ বাপি হালদার তিনি নামখানার ভেজারগঞ্জের নদী বাঁধ পরিদর্শনে গিয়ে বলেন নদী বাঁধগুলি যেখানে যেখানে বেহাল দশা আছে সেখানে কাজ শুরু হয়েছে, সমস্যা কিছু হবেনা।
প্রশাসন এক্কেবারে চূড়ান্ত পর্যায়ে,যা যা প্রস্তুতি নেওয়ার সেটা নিয়েছে, সুতরাং কোনরকম ভাবে মানুষের প্রাণহানি না ঘটে কোনোরকম মানুষের সমস্যা না হয় প্রশাসন এক্কেবারে তৎপর আছে।আর মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রকম খবর রাখছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতির ওপরে ও নজর রেখেছে।