নিমশা খনি-শিল্পাঞ্চলে অঙ্কন প্রতিযোগিতা

সংবাদদাতা : প্রচণ্ড শীতে কাঁপছে বাংলা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের শৈত্য প্রবাহের জন্য সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু তীব্র শীতেও মানুষ মেতে উঠছে বিভিন্ন উৎসবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নিমশা তে এমনই এক উৎসবে সামিল হয়েছেন মানুষ। খনি – শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ স্থানে সারা দিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে প্রথম দফার অনুষ্ঠানে খোট্টাডিহি কোলিয়ারির টেগর ইনস্টিটিউট ও কবি নজরুল সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হয়, মোবাইল ড্রয়িং কনটেস্ট। নিমশা হাটতলায় নজরুল মূর্তির সম্মুখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এ বিভাগে প্রথম হয়, অরিষ্ঠা ঘাঁটি, দ্বিতীয় – চিরোতি ঘোষ এবং হয় তৃতীয় – মহ: আরিফ। বি বিভাগে- প্রথম হয় শুভদীপ মণ্ডল, দ্বিতীয় – বাসকি মণ্ডল ও তৃতীয় হয় – বিষ্ণু রুইদাস। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খোট্টাডিহির চিত্র কলার প্রিন্সিপাল শিবু রুইদাস ও রাম নারায়ণ চ্যাটার্জি, সৌরভ দে প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লাল্টু কাজী,সংঘের সম্পাদক বাপ্পা কাজী, নিমশা মদিনার মসজিদের ইমাম ক্বারি সৈয়দ ইয়াসমিন রহমান,সংঘের সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তাগণ জানান, এলাকায় সম্প্রীতির ভাবনা দৃঢ়তার করার লক্ষ্যে এই আয়োজন। পরের পর্যায়ে শুরু হবে ক্বেরাত প্রতিযোগিতা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা। সারা দিনের বিভিন্ন অনুষ্ঠানে আজ আত্মহারা নিমশা।