|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার খনি-শিল্পাঞ্চলের প্রাচীন গ্রাম নিমশায় কবি নজরুল সংঘের পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উৎসব আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হয়। কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নিমশা গ্রামের হাটতলায় নজরুল মূর্তির সম্মুখে পতাকা উত্তোলন করেন সংঘের সভাপতি সেখ ফজলে করিম। মাল্যদান করেন কবি নজরুল সংঘের সম্পাদক বাপ্পা কাজী, সংঘের পদাধিকারী ও গ্রামের বিশিষ্ট ব্যক্তি বর্গ।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দিনটিকে মর্যাদার সাথে পালন করা হয়। কচিকাঁচাদের ভিড়ে নবীন প্রবীণদের যোগদানে স্বাধীনতা দিবসের এই উৎসবের আকার ধারণ করে। কবি নজরুল সংঘ পঁচিশ বছর ধরে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করে আসছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের মানুষ স্বাধীনতা দিবসটিকে জাতীয় পরব হিসাবে পালন করে আসছেন। নিমশা গ্রামের সাংস্কৃতিক চর্চার বিষয়টি এলাকায় উল্লেখযোগ্য স্থান অধিকার আছে।
নিমশা গ্রামের সাংস্কৃতিক চেতনার ইতিহাস রয়েছে। কবি নজরুল ইসলাম শৈশবে এই গ্রাম থেকেই তাঁর সৃজন যাত্রা শুরু করেছিলেন বলে মনে করা হয়। নিমশা গ্রামের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে এলাকার ইতিহাসে। স্বাভাবিক ভাবেই, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উৎসব মুখর হয়ে ওঠে গোটা গ্রাম ।