নিমশা প্রাথমিক বিদ্যালয়ে মহাত্মা স্মরণ

সংবাদদাতা :আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়ার নিমশা প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল জাতির পিতা মহাত্মা গান্ধির ১৫০ তম জন্মদিবস। প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছাত্র ছাত্রী রা মহাত্মার ছবি নিয়ে তাঁর নামে স্লোগান দিতে দিতে নিমশা গ্রাম পরিক্রমা করে। পরে বিদ্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সঞ্জিত রায়, শিক্ষিকা রুপসী লাহিড়ি, সোমা ঘোষ, প্রিয়া সাধু, গন্ধরানি ঘোষ প্রমুখ জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন । প্রধান শিক্ষক সঞ্জিত রায় তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, মহাত্মা গান্ধির সত্য ও অহিংসার আদর্শ জাতির জীবনে মূল্যবান অবদান। তিনি ছাত্র ছাত্রী দের জীবন পাঠের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানস্থল সুন্দর ভাবে সাজিয়ে ছিল শিক্ষার্থীরা। আগামীকাল থেকে পূজোর ছুটি, আজকের অনুষ্ঠানে মিশে গিয়েছিল সেই পূজা আনন্দের আনন্দমুখরতা।