|
---|
সংবাদদাতা :আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া ২ চক্রের নিমশা প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশ্ববিখ্যাত দার্শনিক ড:সর্বপল্লী রাধা কৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক সঞ্জিত রায় ।মাল্যদান করেন রুপসী লাহিড়ি, সোমা ঘোষ, প্রিয়া সাধু, গন্ধরানি ঘোষ প্রমুখ শিক্ষিকা গণ ।প্রধান শিক্ষক শিক্ষক দিবস ও ড:রাধা কৃষ্ণাণের জীবনের ওপর আলোকপাত করেন। ছাত্র ছাত্রীরা সুন্দরভাবে ফুল – মালা দিয়ে সাজিয়ে তোলে অনুষ্ঠান চত্বর ।কচি কাঁচা দের হৈ হুল্লড়ে অনুষ্ঠান উৎসবের আকার নেয়। শিক্ষক-শিক্ষিকাদের বরণ করে, তারা তাঁদের কলম উপহার দেয়। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়।