|
---|
সেখ সামসুদ্দিন : আজ মেমারি বিধানসভার নিমো অঞ্চলের সলদা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মেমারির বিধায়ক নার্গিস বেগম। বিধানসভা নির্বাচন ঘোষণা না হলেও সময় যত এগিয়ে আসছে ততই ছুটছেন বিধায়ক নার্গিস বেগম। কখনো ছুটছেন আদিবাসী পড়ায় তো পরমুহূর্তে হিন্দু পাড়ায়, আবার কখনো ছুটছেন মাদ্রাসায় তো আবার কখনো ছুটছেন হাসপাতালে। বিরামহীন পরিশ্রম করছেন দলের জন্য। গতকালের পর আজও মেমারি বিধানসভার বিভিন্ন মন্দির সলদা গ্রামে শিব মন্দির, দেউলে গ্রামে জৈন মন্দির সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, নিমো ২অঞ্চল প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।