|
---|
নূর আহামেদ, মেমারি, ১৯ জুন : মেমারি দু’নম্বর ব্লকে অন্তর্গত ঝিকরা ও সাতগেছিয়া মধ্যবর্তী মালডাঙ্গা মেমারি রোডে সাতগেছিয়া ক্যানেলপুর সন্নিকট নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি টোটো গাড়িকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ধাক্কা মেরে বাসটি আটকে যায়।
বাসটি মালডাঙ্গার দিক থেকে মেমারি দিকে যাচ্ছিল এবং অপরদিকে টোটো গাড়িটি সাতগেছিয়া দিক থেকে যাচ্ছিল বলে জানা যায় কিন্তু টোটো গাড়িটি দাঁড়ানো অবস্থায় বাসটি প্রথমে টোটো গাড়িটিকে ধাক্কা মারে পরবর্তী পর্যায়ে একটি মন্দিরে ও গাছে মধ্যে গিয়ে ধাক্কা মারে বলে জানা যায় । দুর্ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ ও এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় তড়িঘড়িউদ্ধার করে চিকিৎসার জন্য পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।
বাসযাত্রী ও টোটো চালক সহ আনুমানিক ২৫ জনকে প্রথমে পারহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
পরবর্তী পর্যায়ে প্রায় মোট১৫ জন অসুস্থ ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন।
সূত্রে জানা যায় পাঁচজন গুরুতর অসুস্থ।
সূত্রে জানা যায় বাস চালকের নাম ধীরু সিট, আনুমানিক বয়স ৫৫ বছর, বাড়ি নাসিক গ্রাম, টোটো চালক সঞ্জীব মুর্মু বাড়ি ঝিকরা আনুমানিক বয়স ২৬।
মেমারি দু’নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য এবং সাতগেছিয়া, পুলিশ ফাঁড়ির আধিকারিক অনুপ দে পারহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি ছিল এবং ঘটনাস্থলে এসে উপস্থিত ছিলেন।