নির্বাচিত সদস্যদের গ্রাম পঞ্চায়েতে কাজ করতে না দেওয়ার প্রতিবাদে বিডিও র কাছে ডেপুটেন।

নূর আহমেদ, ২৫ জুলাই মেমারী : সিপিআইএম নির্বাচিত সদস্যদের গ্রাম পঞ্চায়েতে শাসক দল কাজ করতে না দেওয়ার প্রতিবাদে মেমারি ১ বিডিওকে ডেপুটেশন দিলো।বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ নিমো ২ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম পার্টিরপক্ষ থেকে নির্বাচিত সদস্য সদস্যরা বিডিওর কাছে ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবী জানালেন। মেমারি ১ এ ১০ টি গ্রাম পঞ্চায়েত আছে ওই ১০ টি পঞ্চায়েতে নির্বাচিত সিপিআইএমের মোট ২৭ জন সদস্য আছে তার মধ্যে দুজনকে তৃণমূল শাসক দল ভাঙিয়ে নিয়েছেন। নিমো ২ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের এলাকার উন্নয়ণের কোন কাজ ধরা হয়নি। সমস্ত উন্নয়ণের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। বিরোধী সংসদগুলিতে কোনরূপ কাজের পরিকল্পনা রূপয়ণের ক্ষেত্রে সাধারণ সভা তে নথিভুক্ত করা এবং প্রক্রিয়াকরণ করা হচ্ছে না। আমাদের কাজ দেওয়ার জন্য বারংবার প্রধান ও পদাধিকারীদের জানানো স্বত্বেও কোন কর্ণপাত করছে না। বিরোধী দলনেত্রী অন্তরা দত্ত বলেন আমাদের এলাকার রাস্তা, ড্রেনের কাজ হচ্ছে না, কাজ হচ্ছে শাসকদল তৃণমূল সদস্যদের এলাকার। আমাদের দাবী গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ হোক। আমরা বিরোধী বলে আমাদের কাজ দেওয়া হচ্ছে না। মেমারি ১ বিডিও শরতরূপা দাস আশ্বাস দেন যে তিনি বিয়টি দেখবেন ও কথা বলবেন। ডেপুটেশনের কপি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

    ডেপুটেশনে উপস্থিত ছিলেম পার্টি নেতা সনৎ ব্যানার্জী ও মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার।

    ফটো ক‍্যাপশন– বৃহস্পতিবার মেমারি বিডিও কে সিপিআই এম নির্বাচিত সদস্যরা ডেপুটেশন বেড়িয়ে আসছেন।