রতুয়ায় নির্বাচনী সভায় অভিনেতা দেব

 

    নতুন গতি,রতুয়া:,রতুয়া ৪৮ নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমর মুখার্জির। সমর্থনে নির্বাচনী জনসভায় ঝড় তুললেন। অভিনেতা দেব অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী।শনিবার রতুয়া থানা মাঠে দুপুর ১২:৩০ নাগাদ। হেলিকপ্টারে করে করে আছেন তিনি। এদিন হেলিপ্যাড এর চারপাশে ভিড় উপচে পড়ে হেলিপ্যাড এর পাশে করা হয়েছিল জনসভা মঞ্চ। এদিন মঞ্চে উঠে তিনি রতুয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সমর মুখার্জি কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান এলাকার মানুষের কাছে এদিন তিনি মঞ্চ থেকে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন এলাকার জনসাধারণের সামনে পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। এদিন কার এই নির্বাচনী সভায় যেকোনো বিশৃঙ্খলা সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।