|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সরকারি অনুষ্ঠান ও রাজনৈতিক অনুষ্ঠান এই দুটোর মধ্যে ব্যবধান থাকা উচিত। সরকারী অনুষ্ঠানে যেভাবে জনপ্রতিনিধি সরকারী আধিকারিকদের অপমানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কখনই কাম্য নয়।” শনিবার দিল্লী থেকে কোচবিহারের ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।
এদিন তিনি বলেন, “অনেক সময় সরকারি আধিকারিকদের অনেক ভাবে সর্বসমক্ষে অপমানিত করার চেষ্টা করা হয়। প্রত্যেকেরই কাজ করার ধরণ আলাদা থাকে। যারা কাজ করে তাদের প্রত্যেকটি কাজেই সঠিক হয়তা নয়, কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজের মধ্যে ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। একদিকে যেমন সঠিক কাজের জন্য প্রশংসা করা উচিত তেমনি কাজ সফল না হলে সবার উচিত ভুলটা ধরিয়ে দেওয়া তা উলটোদিকে যেই থাকুক না কেন।