নিট উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন খলিলুর রহমানের

রহমতুল্লাহ, জঙ্গিপুর : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের উদ্যোগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার নিট পরীক্ষায় সফল হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হলো এক গৌরবময় অনুষ্ঠানের মাধ্যমে। শুক্রবার মঙ্গলজন নূরভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভা শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণার নতুন দিশা দেখাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান স্বয়ং, যিনি শিক্ষার্থীদের হাতে সম্মানপত্র ও স্মারক তুলে দেন। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী জৈদুর রহমান, প্রখ্যাত শিক্ষাবিদ সোহরাব আলী, বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, বিধায়ক মহম্মদ আলী, বিধায়ক আশীষ মার্জিত, বিধায়ক ইমানী বিশ্বাস এবং বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

    সাংসদ খলিলুর রহমান বলেন, “এই কৃতী ছাত্রছাত্রীরা শুধু তাদের পরিবারের গর্ব নয়, গোটা জেলার অহংকার। সরকার পাশে আছে, থাকবেও। ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য এই ধরণের উদ্যোগ চলবে।”উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন এবং ভবিষ্যতের সাফল্যের কামনা করেন।

    সার্বিকভাবে, এই সম্মাননা অনুষ্ঠান শুধু সফল শিক্ষার্থীদের কুর্নিশই নয়, জঙ্গিপুরে শিক্ষার পরিবেশ গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই অভিমত সাধারণ মানুষের।