|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : নিট পরীক্ষায় অসাধারণ সাফল্যের মাধ্যমে সাগরদিঘীর পাটকেলডাঙ্গা অঞ্চলের হায়াতপুর গ্রামের গর্ব হয়ে উঠেছেন তরুণ ছাত্র সাব্বির আহমেদ। তিনি অল ইন্ডিয়া র্যাঙ্কিং-এ ২৫,৩৯৮ তম স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছেন।
এই কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বুধবার এসডিপিআই-এর পক্ষ থেকে সাব্বির আহমেদকে সংবর্ধনা জানানো হয়। স্থানীয় হায়াতপুরে এসডিপিআই-এর প্রতিনিধিরা উপহার ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে সাব্বিরকে শুভকামনা জানান।
উপস্থিত ছিলেন রুহুল আমিন, মোঃ জাইসুদ্দিন, বদরুল সেখ ও সাত্তার সেখ। তাঁরা সবাই সাব্বিরের এই অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, “এলাকার যুবসমাজের কাছে সাব্বির এখন একটি প্রেরণার নাম। তার পরিশ্রম ও নিষ্ঠা আমাদের সকলের জন্য উদাহরণস্বরূপ।”
এই সাফল্যে হায়াতপুরে বইছে খুশির জোয়ার। অনেকেই বলছেন, আগামী দিনে হায়াতপুর পেতে চলেছে এক জন এমবিবিএস ডাক্তার—এমন ভাবনাই গ্রামের মানুষের মুখে মুখে। সাব্বিরের পরিবারের সদস্যরাও অত্যন্ত আনন্দিত এবং তাঁর ভবিষ্যতের জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন।
সাব্বির জানিয়েছেন, তিনি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে সমাজের মানুষের সেবা করতে চান।