নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ছন্দম এর ৩০ বছর পূর্তি উৎসব বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান,২০ নভেম্বর : বর্ধমানের ছন্দম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র এর ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হল নৃত্য কর্মশালার মাধ্যমে। ছন্দমের অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মেহবুব হাসান জানান, সমগ্র বছর ধরেই ছন্দমের ত্রিশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ছন্দমের নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের মায়েরা উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করেন। কর্মশালয় রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য শেখানো হয়। কর্মশালায় ছোটরা টুংটাং পিয়ানো, আজ জীবন খুঁজে পাবি, নীল নীল রাজার দেশে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ছাড়াও বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয়। এই কর্মশালায় সর্বভারতীয় পরীক্ষায় স্বর্ণপদকপ্রাপক ছন্দম এর ছাত্রী স্বস্তিকা ঘোষ, সৌমিতা মাজি, সেনা ওয়াজ আফরিন, ঈপ্সিতা সিংহ রায় কে তাদের পদক তুলে দেন নৃত্যগুরু পরিচালিকা, অলকানন্দ সরকার। তিনি এই নৃত্য কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ড: সমীর চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ছন্দমের অধ্যক্ষ মেহবুব হাসান।