নৃত্য প্রশিক্ষণের কর্মশালা মেমারিতে

নূর আহমেদ ,মেমারি : ১৭ নভেম্বর,শুক্র ও শনিবার আনন্দধারা নৃত্য সংস্থার কর্মশালা অনুষ্ঠিত হলো মেমারীর অভিষেক গেস্ট হাউসে। এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শংকর। দুপুর ১টা থেকে এই নৃত্য প্রশিক্ষণ শিবির শুরু হয়।শিবিরে ৫২ জন ছাত্রছাত্রী ও এলাকার বিভিন্ন নাচের স্কুলের শিক্ষিকারা এই নৃত‍্য কর্মশালায় হাজির হয়েছিলেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শংকর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার মূল্যবান বক্তব্য ও নৃত্যের মাধ্যমে নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন।এবং এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়।

    আনন্দধারা নৃত‍্য সংস্থার পক্ষ থেকে যে নৃত্য প্রশিক্ষণ কর্মশালা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো তার আজ শেষ দিনে অর্থাৎ এদিন রবিবার মেমারীর কৃষ্টি প্রেক্ষাগৃহে এই নৃত্য প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী মোট ৫২ জন নৃত্য শিল্পীকে শংসাপত্র প্রদান ও আনন্দধারা নৃত্য সংস্থায় যুক্ত সদস্যদের হাতে স্মারক তুলে দেন নৃত্যশিল্পী মমতা শংকর। প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শঙ্করের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে এদিন এই শংসাপত্র ও স্মারক প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট নৃত‍্যশিল্পী মমতা শংকর সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণজিৎ মুন্সি, চন্দ্রদ্বয় ঘোষ, আনন্দধারা নৃত্য সংস্থার শিক্ষক সৈকত চোঙদার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রততী ঘোষ।