|
---|
উত্তরবঙ্গ: বাড়িতেই মদের দোকান খুলে রমরমা চলছিল মদের কারবার।বাড়িতেই মদের দোকান খুলে বসেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নিউ জলপাইগুড়ি থানার রামনগর কলোনির নবাব আলী শেখ। এর ফলেই এলাকায় বসছিল নেশার আসর। অভিযোগ উঠছিল এর ফলে নষ্ট হচ্ছিল এলাকার যুব সমাজ।
শনিবার এরকমই অভিযোগ পেয়ে এন জে পি থানার অন্তর্গত রামনগর কলোনিতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে অভিযুক্তের বাড়ি থেকে প্রচুর দেশি মদ উদ্ধারের পাশাপাশি দোকান মালিক নবাব আলীকে গ্রেফতার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।এর আগেও নবাব আলির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমুলক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ ছিলো।পুলিশ এর আগেও তাকে গ্রেপ্তার করেছিল।জেল থেকে বের হয়েও সে আবার এই একই ব্যাবসা আরম্ভ করে।এই কাজে সে বাইরের বেশ কজন যুবককে কাজে লাগিয়েছিল বলে খবর।