অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ বড় সিনেমা হলে মুক্তি না পাওয়ায় নিন্দার ঝড়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ‘নন্দন’, ‘রাধা’র মতো সিনেমা হলে শো না পাওয়ায় তীব্র নিন্দা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও অভিনেতা জয়জিৎ ব্যানার্জি।

    অভিনেত্রী শ্রীলেখা মিত্র লেখেন “অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিটিকে নন্দন এবং রাধা সিনেমা হলে শো দেওয়া হয়নি। কারণ অবশ্যই জানা। এবার টলিউডের মানুষজন এবং যাঁরা বাংলা সিনেমাকে বাঁচান বলে গলা ফাটিয়েছিলেন, তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে অনীক দত্তর পাশে, বাংলা সিনেমার পাশে দাঁড়ান তাহলে বুঝব। নাহলে যান তো, ভণ্ডামি না দেখিয়ে রিল তৈরি করুন। সব জানা আছে। সরি সকাল সকাল এমন পোস্ট দিলাম, মাথাটা গরম হয়ে যায় চারদিকের অন্যায়গুলো দেখতে দেখতে, আর কিছু সিলেক্টিভ বিদ্রোহীদের দেখে। ফেউ।”

    অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য “যে নেত্রী (অভি) আগেরবার পরিচালকের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন সেই নেত্রী(অভি) কি এবারও আন্দোলন করবেন ছবিটি নন্দন আর রাধা প্রেক্ষাগৃহে দেখাচ্ছে না বলে — তিনি তো এবারও অভিনয় করেছেন???!!! দেখা যাক।”

    এই বিষয় অভিনেত্রী ও যুবনেত্রী সায়নী ঘোষ জানান “সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ‘অপরাজিত’ সিনেমাটি তৈরি করা। এমন ছবি নন্দনে শো না পাওয়ায় আঘাত পেয়েছি। নন্দন কর্তৃপক্ষের এই পদক্ষেপ মানতে আমার কষ্ট হচ্ছে। পরিচালক অনীক দত্তর পাশে আছি। এটা মস্ত বড় ভুল পদক্ষেপ। পুনর্বিবেচনার আরজি জানাচ্ছি।”