দোকান -পসার , শুরু অফিস কাছারি , সরকারের তৎপরতায় পন্ড হল কর্মনাশা বন্ধ

শরীফুল ইসলাম , নতুন গতি

    বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ৮ – ৯ , জানুয়ারি দুই দিন দেশব্যাপী ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘটের আজ প্রথম দিন।

    উল্লেখ্য, নোট বাতিলের হয়রানি, জিএস টি , অসংরক্ষিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, বেকার যুবক যুবতীদের চাকরি সহ মোট ১৫ দফা দাবিতে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই বন্ধে সামিল হয়।

    রাজ্যে বামপন্থী সিপিএম শ্রমিক সংগঠন , কো-অর্ডিনেশন কমিটি এই বন্ধের মূল ভূমিকায় থাকলেও বহু দক্ষিণ পন্থী কৃষক সংগঠনও এই বন্ধের সমর্থনে যুক্ত হয়েছে I প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মনাশা বন্ধের বিপক্ষে।নবান্ন সূত্রে, আগামী দশ তারিখ পর্যন্ত রাজ্য সরকারি সমস্ত দফতরের কর্মীদের অগ্রিম ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বন্ধ ব্যার্থ করতে সরকারি স্তরে সব রকম নির্দেশ দেওয়া হয়েছে।

    বন্ধ সমর্থক সিপিএম দলীয় কর্মীদের নিয়ে ফুলিয়াই রাস্তা অবরোধ করে রাখে কিছুক্ষণ। শহরের মধ্যে বেসরকারি বাস অল্প থাকায় সেই জায়গায় অটো-টোটোর দৌরাত্ম বেড়ে যায়।

    খবর ইস্তক, শান্তিপুর তো বটেই জেলায় বড়সর কোনো ঘটনার কথা শোনা যায় নি। বেশিরভাগ দোকান খোলা, কেন্দ্রীয় সরকারের কয়েকটি ব্যাংক ব্যতীত বেলার দিকে সব ট্রেন চলছে প্রায় স্বাভাবিক।

    আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে আসার কথা।প্রশাসনে বাড়তি সতর্কতা জারি। সাধারণ মানুষ তাই সপ্তাহের অন্যান্য দিনের মতোই নিশ্চিন্তে যে যাঁর কাজে ব্যস্ত।