|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “দাড়ি না থাকলে ঢোকা যাবে না অফিসে” নতুন নির্দেশিকা জারি করল তালিবান।
সরকারি দপ্তরগুলিতে শরিয়তের নিয়মাবলি লাগু করেছে তালিবান। পুরুষকর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে যে দাড়ি না থাকলে তাঁরা আর অফিস প্রবেশ করার অনুমতি পাবেন না। শুধু তাই নয়, ‘পশ্চিমী সংস্কৃতি’র প্রতীক স্যুট-টাই পরেও অফিসে আসা যাবে না।
এটি কার্যকর করতে ইতিমধ্যে সরকারি অফিসগুলিতে কড়া নজরদারি শুরু করেছে তালিবানের ‘পাপ-পুণ্য’ মন্ত্রক।