|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “হিজাবে চলবেনা, জনসমক্ষে পরতে হবে বোরখা” নয়া ফতোয়া তালিবানের।
সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা জানান “আফগান মহিলাদের ঐতিহ্যবাহী চাদরি পরা উচিত। কারণ সেটাই তাঁদের সম্মানের সঙ্গে মানানসই। পুরুষ আত্মীয়দের সামনে আসার সময়ও শরিয়ত মেনে মুখ ঢাকা রাখতে হবে। যদি বাইরে গুরুত্বপূর্ণ কোনও কাজ না থাকে, তবে মহিলাদের বাড়িতে থাকাই ভালো।” বয়স্ক মহিলা এবং শিশুকন্যাদের এ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।