|
---|
মোঃ রিপন- বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও এনআরসির বিরুদ্ধে সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল রামপুরহাটের লক্ষী অনুষ্ঠান ভবনে। কেন্দ্রীয় সরকারের খামখেয়ালীপনা বাংলার মানুষের কাছে যে আতঙ্কের সৃষ্টি করেছে, সেই আতঙ্ক কেই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুংকার দিলেন বাংলা সংস্কৃতি মঞ্চ। “নো এনআরসি, নো ক্যাব” স্লোগানে গর্জে উঠল রামপুরহাট। বীরভূম জেলার প্রায় প্রতিটি ব্লক থেকেই 400 জন মত বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়।
বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম, টাটা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার তন্ময় ঘোষ, ডঃ মুখলেসুর রহমান, ডক্টর নুরুল ইসলাম, বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন ছাড়াও বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম জানান আমরা কোন মতেই বাংলায় এনআরসি মেনে নেব না। এই পক্ষপাতিত্বের এনআরসি বাংলা ও বাঙালির কাছে চক্রান্তের।
বাংলা সংস্কৃতি মঞ্চের সম্পাদক তন্ময় ঘোষ জানান কেন্দ্রে সুশাসনের সরকার নয় কুশাসনের সরকার বিরাজ করছে। যার ফলে ভারতবর্ষকে এক অন্ধকার দিক গ্রাস করে নিয়েছে। ধর্মের টনিক দিয়ে বেকারত্ব, দারিদ্র্যের মত বিষয়গুলোকে চেপে দেওয়া হচ্ছে। আমরা এনআরসির বিরুদ্ধে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় গণ আন্দোলন গড়ে তুলব।