ভোটের আগে “NO ROAD, NO VOTE” পোস্টার নিয়ে বিক্ষোভে নামলেন জলপাইগুড়ি পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা

জলপাইগুড়ি: ভোটের আগে “NO ROAD, NO VOTE” পোস্টার নিয়ে বিক্ষোভে নামলেন জলপাইগুড়ি পুরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা সারাই না হ‌ওয়ায় এবার পুরসভা ভোট বয়কটের ডাক দিল জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা‌রা।

    শহরের তিস্তা বাঁধ সংলগ্ন সেনপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ওয়ার্ডে‌র রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় ধুলো-বালি দিয়ে চলাচল করতে হয় স্থানীয় বাসিন্দা‌দের। এই অভিযোগে এলাকার কয়েকশো প‍রিবার মিলে এবার ভোট বয়কটের ডাক দেন। মঙ্গলবার হাতে প্ল‍্যাকার্ড নিয়ে ভোট বয়কটের আওয়াজ তোলেন সকলে। শিশু থেকে বয়স্ক সকলেই এই আন্দোলনে সামিল হন। সকলের সাফ কথা,আগে রাস্তা সারাই হোক তারপরে ভোটের কথা ভাববো।