|
---|
স্ক্রিন টাচ মোবাইল না কিনে দেওয়াই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ছেলের
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : বাবা স্ক্রিন টাচ মোবাইল না কিনে দিতে পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দিলো ছেলে, মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত আন্দরবেয়ার কলনী পারায়। গতকাল বুধবার রাতে এই ঘটান ঘটে, ঘটনার টের পেয়ে গ্রামবাসীরা তাড়াতাড়ি বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করে।
মৃত যুবকের নাম সনেট বিশ্বাস বয়স ২৩ বছর, পিতার নাম অংশপতি বিশ্বাস পেশায় উনি একজন চাষি, চাষ আবাদ করেই কোনো রকম ভাবে উনি সংসার চালান। হঠাৎ করে ছেলে বলে বসে থাকে আজকেই আমাকে স্ক্রিন টাচ মোবাইল লাগবে, ছেলের আব্দার না মানতে পারায় গাজায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নেই ২৩ বছরের ছেলে শনেট বিশ্বাস।
ঘটনার খবর বেলডাঙা থানায় পৌঁছালে থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান।