দুহাত নেই, পা দিয়ে লিখেই আইটিআই পাস, ট্রাক্টর চালিয়ে স্বনির্ভর যুবক

নিজস্ব সংবাদদাতা:  জন্মের পরের থেকেই দু’হাত নেই, এই দৃশ্য দেখবার পর সুজিতের মা জ্ঞান হারিয়েছিলেন। তবে চরম অসুবিধার মধ্যেও বাবা মা সুজিতকে লালন পালন করেছেন। দুহাত না থাকা সত্ত্বেও আইটিআই পাস করে , শুধুমাত্র পা দিয়ে ট্রাক্টর চালিয়ে রোজগার করছে সে। চরম প্রতিবন্ধকতাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী সুজিত।

     

     

    তার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছেন, মা সহ গোটা পরিবার রয়েছে সুজিতের। বর্ধমানের রায়না বিধানসভা এলাকার বাসিন্দা সুজিত দা। জন্মের থেকেই তার দুই হাত ছিল না, তার অনুপ্রেরণা তার গ্রামের এক মাস্টার মশাই। তিনি তাকে শিখিয়েছেন পায়ের সাহায্যে কিভাবে পেন্সিল দিয়ে লিখতে হয়। পেন্সিল দিয়ে লিখে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তারপরে আইটিআই পরীক্ষায় পাশ করেছে সে । অন্যান্য প্রতিবন্ধীদের অনুপ্রেরণা সুজিত। অনেক কিছু না থেকেও আজ সফল সে। জীবনের চরম প্রতিকূলতা থাকা সত্ত্বেও কিভাবে বাঁচতে হয় সুজিত গোটা সমাজের ক্ষেত্রে অনুপ্রেরণা।