নবাবী জেলায় মুক্তা চাষ হচ্ছে

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ইতিহাস কথা বলে মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদের অভিনব প্রচেষ্টায় মুক্ত চাষ করে চলেছেন আসেম শেখ। নবাবী ঐতিহ্য কে বাঁচানোর পাশাপাশি ভালো বাণিজ্যিক ও ব্যবসার মোটা টাকার রোজকারের দিকে এই মুক্ত চাষ করে চলেছেন আসেম শেখ।

    তিনি জানান নবাব নাজিমদের
    সকের চাষ ছিল মুক্ত চাষ, নবাব আলীবর্দী খার মেয়ে ঘসেটি বেগম মুক্ত চাষ করত মুর্শিদাবাদের মতিঝিলে
    এখন সেসব ইতিহাস। তাই সেই ঝিলটি মতিঝিল নামে পরিচিত আজ। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এখন একটি পার্ক রয়েছে এখন সেখানে মুক্ত চাষ হয় না, কিন্তু মুর্শিদাবাদের ঐতিহ্য কে বাঁচিয়ে রাখতেই অসেম শেখের প্রচেষ্টায় আবারো মুক্ত চাষ শুরু করেছে মুর্শিদাবাদে । সরকারি সাহায্য ছাড়াই একাধিক পুকুরে মুক্ত চাষ করে চলেছেন আসেম শেখ।