|
---|
সিরাজুল মিদ্দা,নতুন গতি, হাওড়া:জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া 2 নম্বর অঞ্চলের সন্তোষপুর কালিতলা মোড় থেকে এই বাইক মিছিল শুরু হয়। সকাল দশটা থেকে জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া, হাঁটাল ,মুন্সিরহাট সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে বিকেলবেলা ইছানগরীতে মিছিল শেষে হয়।DYFI হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিপ্লব রায় জানান ১১ই নভেম্বর নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীকে রিলিজ অর্ডার ধরানো হবে তার জন্য আমাদের আজ এই বাইক মিছিলে বেকার যুবক-যুবতীদের প্রচন্ড সাড়া মিলেছে এবং ১১ই নভেম্বর বামেদের সাথে নবান্ন অভিযানে যুবক যুবতীদের আরো বেশি সাড়া মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।