|
---|
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি বলেন জনপ্রিয় বিরোধী নেতার অভাবেই মোদি আজ প্রধানমন্ত্রী
নতুন গতি,ওয়েব ডেস্ক: গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারি নীতির ফলে নির্বাচনে জয় হয়, এমন তত্ত্ব সত্য নয়। মোদির জয় মানে এটা ঠিক নয় যে তার সব সিদ্ধান্তই সঠিক।
নোবেল জয় করে দেশবাসীকে গর্বিত করলেও অভিজিতের এ জয় স্বাভাবিকভাবে মানেন নি বিজেপি সরকার। মোদির সরকারের অর্থনীতিক পরিকল্পনা ‘মোদিনোমিক্স’র সমালোচনা ও কংগ্রেস সম্পৃক্ততার কারণে আগে থেকেই অভিজিতের ওপর ক্ষিপ্ত দলটির নেতারা।
তবে বিজেপি নেতাদের এসব সমালোচনা গায়ে মাখছেন না অভিজিৎ। মোদির ২য় বারের জন্য ক্ষমতায় আসা নিয়ে তিনি বলেন, মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দিয়েছে, কারণ আর কোনো ভালো নেতা ভোটারদের কাছে ছিল না।