নবনীতা বসু হকের সরস্বতী ও ফরিদা – এবারের বইমেলায়

সংবাদদাতা : নবনীতা বসু হকের “সরস্বতী ও ফরিদা’ উপন্যাস,২০২৩ বই মেলাতে প্রকাশ পেল। সম্পূর্ণ ভিন্নধর্মী উপন্যাস এই উপন্যাস প্রকাশ করলেন ঘোষ পাবলিশিং কনসার্নের শ্যামল ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের বিখ্যাত প্রকাশক মাজহারুল ইসলাম, সাহিত্যিক কণা বসু মিশ্র, বিশিষ্ট লেখক নজরুল ইসলাম এবং অধ্যাপক সংগঠক লেখক ইমানুল হক। লেখক নজরুল ইসলাম বলেন, সরস্বতী জ্ঞানের দেবতা।লেখিকা এ উপন্যাসে সরস্বতীর প্রবাহের ভেতর জ্ঞানের প্রবাহের কথা বলতে চেয়েছেন। বাংলাদেশের বিখ্যাত প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, নবনীতা বসু হক শক্তিশালী লেখক।এনার যতখানি পরিচিতি পাওয়া উচিত ছিল, এ বাংলাতে সেটা হয়নি। আমি তাঁর একটি গল্প পড়ে মুগ্ধ হই। সাহিত্যিক কণা বসু মিশ্র বলেন, নবনীতা বসু হক আমার স্নেহের, ও ভাল লেখে। সরস্বতীর সাধনা যে কেউ করতে পারে, উপন্যাসের নামে সেই ইঙ্গিত আছে।বইটির নামেই চমক আছে। উপন্যাস লেখক নবনীতা বসু হক বলেন, ব্যান্ডেল মিশন স্কুল ও মজে যাওয়া সরস্বতী নদী দেখে তাঁর এই উপন্যাসের পরিকল্পনা। লেখক ইমানুল হক বলেন,নবনীতা কল্পনাকে মজাদার ভাবে আনেন।প্রকাশক শ্যামল ঘোষ আশা রাখেন, আগামী দিনে মিশন স্কুলের মত নতুন নারী শিক্ষার্থী আসবে।মিশন স্কুলের জীবন পড়ার জন্য এই বইটি জনপ্রিয় হবে। সরস্বতী যে সবার, এই সাহস লেখক কীভাবে দেখিয়েছেন, সেটা পাঠক ঠিক চিনে নেবেন।