ভোট আসে ভোট যায় কোনো মা রাজকুমার হারায়, কোনো স্ত্রী থাকে অর্ণবের অপেক্ষায়

    মিজানুল কবির, ২০ ই এপ্রিল, কলকাতা ঃ বিগত ২০১৮ পঞ্চায়েত নির্বাচন সাক্ষী থেকেছে রাজকুমার নামের এক প্রিসাইডিং অফিসারকে হারানোর শোকের। ২০১৯ লোকসভা ভোট সাক্ষী থাকল কৃষ্ণনগর-শান্তিপুরের ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসারের নিখোঁজের সংবাদ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ ওই নোডাল অফিসারের স্ত্রীর বয়ান ভাইরাল হয়ে পড়ে। অনিশা জ্যাশ তাঁর ফেসবুকে জানান ” আমি প্রত্যেককে অনুরোধ করছি এই খবরটাকে ছড়িয়ে দিতে যে আমার বর অর্ণব রয়, ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) বিগত এপ্রিল মাসের আঠেরো তারিখ দুপুর বারোটা ত্রিশ মিনিটের পর থেকে নিখোঁজ আছেন এবং আমি এটাও পরিষ্কার করে দিতে চাই উনি কোনোরকম ভাবে হতাশায় ভুগছিলেন না এবং আমাদের মধ্যে একটা স্বাভাবিক ও সুস্থ সম্পর্ক রয়েছে।

    অনিশা দেবীর ফেসবুক সুত্রে প্রাপ্ত

    আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করছি গুজব না ছড়িয়ে কিংবা মনগড়া কাহিনি না বানিয়ে আমাকে সাহায্য করুন ওনাকে খুঁজে পেতে । আমি এই মুহুর্তে আমার বরকে ফিরে পাওয়া ছাড়া অন্য কিছু চাইনা এবং আমি আমার শেষ অস্তিত্ব অব্দি যাবো উনাকে খুঁজে পেতে “। পাশাপাশি তিনি সেই ফেসবুক পোস্টটি শেয়ার করতে অনুরোধ করেন।
    প্রশ্ন থেকে যায় একটাই ভোট আসে ভোট যায়, কোনো মা রাজকুমার হারায়, কোনো স্ত্রী থাকে অর্ণবের অপেক্ষায়।