নদীয়ার চাপড়ায় কয়েক হাজার মানুষের সমাগমে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ

আসিফ খান, নদীয়া : নাদিয়ার  চাপড়া ব্লকের ছোট আন্দুলিয়া ঈদগাহ ময়দানে জেলার সর্ব বৃহৎ নামাজের জামাত অনুষ্ঠিত হলো।  আকাশে মেঘের ঘনঘটা, আকাশের হুঙ্কার থাকার সত্বেও মানুষ উৎসাহের সাথে ঈদ ময়দানে উপস্থিতি হয়। সকল সাতটা পনেরো মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে ছোট আন্দুলিয়া সহ ডোমপুকুর, পাথুরিয়া, বানিয়াখড়ি ও আলফা সহ  ৫টি গ্রামের মানুষ একই সঙ্গে নামাজ পড়েন। ঈদ কমিটির কথাতে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার মানুষ একসঙ্গে ঈদ-উল-ফেতরের নামাজ আদায় করেছেন। উপস্থিতি ব্যক্তিদের থেকে জানাযায় বিগত আট দশ বছর এই ভাবে বৃহৎ মানুষের সমাগমের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। মেঘের গর্জন ও বৃস্টির আগমনকে উপেক্ষা করে ছোট ছোট বাচ্ছাদের উপস্থিতি, আনন্দ উচ্ছাস, খুশি ঈদ প্রাঙ্গনে নতুন মাত্রা যুক্ত করে।  শান্তি, সম্প্রীতির বার্তা তুলে ধরেন ইমাম সাহেব এবং সকল মানব কল্যানের জন্য দোয়া করেন ।