|
---|
মালদা, নতুন গতি ১২ জুন : বুধবার সকালে মহানন্দা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এদিন সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
জানা গিয়েছে, বুধবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা বালুচর এলাকায় মহানন্দা নদীর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে। খবর জানাজানি হতেই মানুষের ভিড় জমে যায় মহানন্দা নদীর তীরে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।