|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : করোনার নতুন রূপ ওমিক্রন-এর সংক্রমণের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ২ জানুয়ারি আংশিক লকডাউন ঘোষণা করেছে। এই আংশিক লকডাউনের অধীনে অনেক নতুন নির্দেশিকাও জারি করা হয়েছে। এর আওতায় পড়েছে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং রাতে নাইট কারফিউ মেনে চলা। সরকারি এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই মেট্রোপলিটন পুলিশ লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। যারা মাস্ক ছাড়া বের হচ্ছেন পুলিশ তাদের সতর্ক করছেন।
একইসঙ্গে বিভিন্ন থানার পক্ষ থেকে রাতের কারফিউ যাতে পালন করা হয় সে বিষয়ে নগরীর প্রধান সড়কে পুলিশ পাহাড়া দিচ্ছে। রাত ১০ টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি যারা গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছেন পুলিশ তাদের সহায়তাও করছে। তবে মেট্রোপলিটন পুলিশ গত কয়েকদিন ধরে নগরবাসীকে রাত ১০ টার পর ঘর থেকে বের না হওয়ার জন্য আবেদন জানিয়ে আসছে।