|
---|
আজিজুর রহমান,গলসি : জাগুলিপাড়া গ্রাম উন্নয়ন সমিতি ও জাগুলিপাড়া ফুটবল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথ- নজরুল ইসলাম নক আউট ফুটবল প্রতিযোগিতা। এদিন প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিচ্ছবিতে মাল্যদান করে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর কমিটির সদস্যরা ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। অতিথিদের সংবর্ধনার পর প্রাক্তন রেফারি সেখ আব্দুল রহিম ও কমিটির সদস্য তথা চিকিৎসক মোল্লা আজিজুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানা গেছে, এ বছর এই খেলা ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় রানাডি তাসরিন এন্ড সাকিব একাদশ ও ধরমপুর সিধু কানু সংঘ মুখোমুখি হয়। খেলার শুরুতে ধরমপুর একটি গোল করে এগিয়ে যায়। তবে, রানাডির খেলোয়াড়রা দুর্দান্ত খেলার জন্য ৫ টি গোল করে দলের জয় নিশ্চিত করে। ফলে রানাডি ৫-১ গোলে জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানাডির শুভংকর দাস।