*নন্দীগ্রামে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জ*

*নন্দীগ্রামে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের লাঠিচার্জ*
সেক আতিউল্লা ,নতুন গতি,পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নাগরিকত্ব আইনের সংশোধনী আইনের সমর্থনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার কর্মসূচির পরিকল্পনা ছিল । সেই অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করেই দিলীপ ঘোষের সামনে সে এক বাচাসার সৃষ্টি হয়, পরে সেই গন্ডগোল গড়িয়ে যায় পুলিশের লাঠি চার্জের দিকে ।শনিবার( ১৯/০১/২০২০ ) সকাল থেকেই নন্দীগ্রাম তথা বিভিন্ন এলাকায় দিলীপ ঘোষকে আটকাতে পুলিশে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে।
কারণ পুলিশে সূত্রে জানাযায় , এই অভিনন্দন যাত্রার জন্য পুলিশের কাছ থেকে বিজেপির তরফ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি তাই পুলিশের এই কর্মসূচি রাস্তায় ব্যারিকেট। সকালে যখন দিলীপ ঘোষ কর্মী সমর্থকদের নিয়ে নন্দীগ্রামের দিকে রওনা দেয়, ঠিক রেয়াপাড়া সেতু পেরোতে ই পুলিশে তাদের বাঁধা দেয়। ঠিক সেই মুহূর্তে এলাকার পরিবেশটা ক্ষিপ্ত হয়ে ওঠে, বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে , শুরু হয় ধস্তাধস্তি, পরে লাঠি চার্জ।