|
---|
সেখ সামসুদ্দিন : ১৬ মেঃ স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে নয়নিকা চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী অচিন্ত্য চট্টোপাধ্যায়, আইনজীবী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী আশীষ ঘোষ দস্তিদার, ফারুক আব্দুল্লা, তাপস বিশ্বাস, সংস্থার সম্পাদক বিকাশ বিশ্বাস সহ অজিত কুমার সিং, শেখ মিজানুর ছাড়াও সকল সদস্যবৃন্দ। উদ্বোধক ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। তিনি অন্যত্র কর্মসূচি থাকায় দেরিতে এসে উপস্থিত হন। এদিন ১৪০ জন চক্ষু পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন। নয়নিকা ও স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন এর পক্ষ থেকে ঘোষণা করা হয় আজকের চক্ষু পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে এবং যাদের চশমার প্রয়োজন তাদের বিশেষ সুবিধা দেয়া হবে। এছাড়াও যাদের চোখ অপারেশনের প্রয়োজন থাকবে তাদের শুধু লেন্স এর মূল্য নিয়ে অপারেশন করে দেওয়া হবে। নয়নিকার পক্ষ থেকে ঘোষণা করা হয় এই ধরনের সামাজিক কাজে তারা সব সময় পাশে থাকবেন।