|
---|
মিনহাজুল আবেদীন, নতুন গতি ডেস্ক:
আমরা এতদিন দেখে এসেছি মোদির মুখ ছাপানো টি শার্ট।যা প্রচার এর একটি উৎকৃষ্ট পন্থা বলে গণ্য করা যায়।কিন্তু টি-শার্ট এখন ইতিহাস।এখন সময় টা শাড়ির।
এখন গুজরাটে খুবই জনপ্রিয় ‘মোদী শাড়ি’।বিশেষ করে সুরাট অঞ্চলে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ ছাপানো শাড়ি খুবই জনপ্রিয়।আসন্ন ভোটকে সামনে রেখে হয়তো প্রচারের এই অভিনব পন্থা।