|
---|
নরহাট্টা, নতুন গতি: টানা ১৮ দিন ধরে ধীরে ধীরে দাম বেড়েই চলেছে পেট্রোল আর ডিজেলের দাম। করোনাভাইরাসের এই সংকটের সময় গোটা দেশেই পেট্রোল আর ডিজেলের দামে রীতিমত নাভিশ্বাস ওঠার মত অবস্থা হয়েছে সাধারণ মানুষের। গত ৭ জুন ই থেকে লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। বিশ্বের বাজারে ক্রমশই দাম কমছে পরিশোধিত তেলের। এদিনও অপরিশোধিত তেলের দাম কমেছে। কিন্তু তারপরেও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি। এ নিয়ে মুখ খুলেছেন মালদা জেলার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে বলেও অভিযোগ করা হয়। প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
নরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সারথি দাস বলেন,” করোনা নামক মহামারীর সময় কেন্দ্রীয় সরকার দিনের পর দিন একের পর এক অমানবিক সিদ্ধান্ত নিয়ে চলেছে জনগণের বিরুদ্ধে। রোজই বেড়ে চলেছে ডিজেল এবং পেট্রোলের দাম, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, আগামীদিনেও তৃণমূল কংগ্রেস তাদের নেত্রীর নির্দেশমতো পথেই চলবে বলে জানান।