|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বড়োসড়ো ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত গোহাটি বিকানের এক্সপ্রেস। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অ ন্তর্গত ময়নাগুড়িতে।এ প্রসঙ্গে জানা গিয়েছে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় প্রচুর যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনার ফলে কয়েক জন যাত্রীর মৃত্যু হতে পারে। দুর্ঘটনা সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।এই দুর্ঘটনাটি ঘটে বিকাল পাঁচটা নাগাদ।
আশঙ্কা করাহচ্ছে অন্তত 50 জন যাত্রীর মৃত্যু হতে পারে । প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে রেললাইনের ফাটলের কারণে গোহাটি বিকানের এক্সপ্রেস এর পাঁচটি কামড়া উল্টে যায়। ঘটনাস্থলে উদ্ধার কার্য বাহিনী উদ্ধারের কাজ করছে বলে জানা গিয়েছে।